ভোটকেন্দ্রে ভোটার না আসা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা: সিইসি


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটকেন্দ্রে অবিশ্বাস্য রকমের কম ভোটারের উপস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার সকালে উত্তরার একটি কেন্দ্রে নিজের ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় ভোটকেন্দ্রের সুনসান পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন: আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই। বাড়ি বাড়ি গিয়ে ভোটার আনতে পারবো না। এর দায়িত্ব যারা প্রার্থী তাদের। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আমরা বলতে পারি যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে।
অন্যদিকে সপরিবারে ভোট দিয়ে বিজয়ে আশাবাদের কথা জানিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
তিনি বলেছেন: বিএনপি অংশ নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হতো। বিএনপি ভোটের মাঠে না থাকায় ভোটটা ঠিক জমে উঠলো না।
ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাফিন আহমেদ।
ভোটের আগের দিন পর্যন্ত বেশিরভাগ ভোটার জানতেন না কবে ভোট। ভোটের দিন সেই চিত্রটাই দেখা গেল রাজধানীর দুই সিটির বিভিন্ন কেন্দ্রে। আয়োজন সবই আছে, শুধু নেই ভোটাররা। বেশ কষ্ট করেই খুঁজে পেতে হয়েছে কয়েকজন ভোটারকে।
ভোটাররা ভোটকেন্দ্রে না গেলেও রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন আইনশৃংখলা বাহিনীর ৩৮ হাজার সদস্য।