হাইকোর্ট বিভাগের পিটিশন এর রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইল সমবায় মার্কেটের

পুরাতন দোকান মালিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭ | ৪৫৬

হাইকোর্ট বিভাগের পিটিশন এর রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে টাঙ্গাইল সমবায় মার্কেটের পুরাতন ১৫৫ দোকান মালিকগণ।

বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে মানববন্ধন পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি সূত্রে জানা যায়, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ৯৭৯৭/২০১৬ নং রীট পিটিশনের নির্দেশের আলোকে সর্বনি¤œ ব্যয়ে দোকান বরাদ্দ দেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটি সুপারিশ বাস্তবায়ন না করে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি দাবিদার প্রাক্তন সভাপতি কুদরত এলাহী খান এর বেআইনীভাবে নির্মাণ বন্ধসহ ১৫ অক্টোবর তারিখের আদেশ মূলে রীট নং ৯৭৯৭/২০১৬ এর প্রদত্ত রায় বাস্তবায়নের লক্ষ্যে এবং সমবায় অধিদপ্তর ঢাকার যুগ্ম নিবন্ধক মোঃ নুরুজ্জামানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট দোকান বরাদ্দ কমিটি গঠিত হয়। এ কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছে টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সমবায় অধিদপ্তরের সহকারী নিবন্ধক মোহাম্মদ হোসেনুজ্জামান ও টাঙ্গাইল জেলা সমবায় কর্মকর্তা।

রীট পিটিশনের চুড়ান্ত শুনানীর পর হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোঃ বদরুজ্জামান এই মর্মে রুল ইস্যু করেন, রেসপনডেন্ট নং-২২ চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটি টাঙ্গাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ কর্তৃক সম্পাদিত কার্যক্রম অবৈধ ঘোষণা করেন।

আরো নির্দেশনা প্রদান করেন রেসপনডেন্ট নং-২ রেজিস্টার জেনারেল এবং ডিরেক্টর জেনারেল, ডেভেলপমেন্ট অব কো অপারেটিভ এবং রেসপনডেন্ট নং-৪ জয়েন্ট রেজিস্টার ঢাকা ডিভিশনকে ব্যাংকের সকল দায় দায়িত্ব নেয়াসহ পূর্বেও ১৫৫জন দোকান মালিকদের অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দের আদেশ প্রদান করেন।

এবং ১৫ অক্টোবর তারিখের রায় ও আদেশের প্রেক্ষিতে রেসপনডেন্টগণকে পরবর্তী ৬ মাসের মধ্যে ব্যাংকের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আদেশ প্রদান করেন।