দেলদুয়ারে নিরাপদ খাদ্য বিষয়ে পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

দেলদুয়ার (টাঙ্গাইল ) সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২০ পিএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৪১

দেলদুয়ারে নিরাপদ খাদ্য পাওয়ার জন্য সরকারি কর্তৃপক্ষ এবং প্রাইভেট সেক্টরের সাথে ভোক্তা কমিটির কার্যক্রম শক্তিশালী বিষয়ক এক পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার উপজেলা প্রাণি সম্পদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

বীজ বিস্তার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান। বীজ বিস্তার ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম চুন্নুর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর পুতুল রানী সাহা, উপজেলা ভোক্তা অধিকার কমিটির সহ সভাপতি সৈয়দ শহিদুল আলম বাবলূ, সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিয়া, প্রচার সম্পাদক আমিনুর রহমান খান প্রমুখ।

কর্মশালায় পোল্ট্রি খামারী, ডিলার, ভোক্তা ও গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।