চকরিয়ায়

বায়তুন-নূর জামে মসজিদের বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন

এম,জুনাইদ উদ্দিন (চকরিয়া) কক্সবাজার
প্রকাশিত: ১২:২৬ পিএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৬৫৪

চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদ্রাসা পাড়া বায়তুন নূর জামে মসজিদের বার্ষিক মাহফিলের প্রস্তুতি বিষয়ক সভা সম্পন্ন হয়েছে। ২৫ ফেব্রুয়ারি পবিত্র বাদে এশা বায়তুন নূর জামে মসজিদে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান আলোচলক হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেলুল হক।

উক্ত বৈঠকে বিশেষকরে আগামী ৯ ফেব্রুয়ারি বার্ষিক সভার প্রস্তুতি বিষয়ক আলোচনা, চলতি বছরে মসজিদ পরিচালনা পর্ষদের কমিটি গঠন, অসম্পূর্ণ মসজিদের কেজ সুন্দর্য্য বৃদ্ধির ও অগ্রগতি বিষয়ক আলোচনা, মসজিদ কেন্দ্রীক ৬০ ঘরকে সমবায় সমিতি কেন্দ্রীক করা ও মজিদিয়া মাদ্রাসা রোডকে কার্পেটিং করার লক্ষ্যে চলমান পৌরসভা বাজেটে অন্তর্ভুক্ত করা এবং মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন মাতামুহুরী নদীর স্রোতের পানি বন্ধে বেড়িবাঁধ নির্মাণ বিষয়ক আলোচনা স্থান পায়।

উক্ত আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এহেছান, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, জাকের আহমদ, আনোয়ার হোসেন, জয়নাল আবেদিন, জানু আলম, এনামুল হক, ছৈয়দ মিয়া, কালু মনু। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন, অত্র মসজিদের সম্মানিত ঈমাম মাও হাফেজ মোহাম্মদ রিফাতুল ইসলাম