টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় সুজন নেতাসহ নিহত ৪ আহত ৫

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২:০৪ পিএম, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৯৯

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় অনন্ত ৫ জন আহত হয়েছে। শনিবার ভোরে জেলার কালিহাতী, মির্জাপুর ও ধনবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- মাইক্রোবাস চালক মোশারফ হোসেন মুসা (৪২) এবং চাপাইনবাবগঞ্জ জেলার সুজনের সভাপতি সৈয়দ শাহজামাল (৪৫), মির্জাপুরের কাঠ ব্যবসায়ী সামাদ খান (৬০) এবং ধনবাড়ীতে ঔষুধ ব্যবসায়ী আমিনুল ইসলাম (২৯) ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক বলেন, হতাহতরা চাপাইনবাবগঞ্জ থেকে একটি মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্যোশে রউনা হয়। পথিমধ্যে তারা টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ২জন নিহত এবং ৫ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ খান (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ভোরে পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের মা সিএনজি স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, আব্দুস সামাদ মা সিএনজি স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (২৯) নামের একজন নিহত হয়েছে। শনিবার ভোরে রাতে উপজেলার নলহড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আমিনুল ইসলাম ওরিয়ন ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসাবে ধনবাড়ী উপজেলায় কর্মরত ছিলেন। তার বাড়ী জামালপুরের ইসলামপুর উপজেলার ইমলামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

ধনবাড়ী থানার এসআই ফরহাদ আলী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী একটি ট্রাক নলহড়ায় যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা দিলে অটোরিক্সার যাত্রী আমিনুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।