নাটোরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ


নাটোরে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৬টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন দায়িত্বপ্রাপ্ত জেলা রিটানিং কর্মকর্তা শরীফুন্নেসা।
সংশ্লিষ্ট উপজেলার প্রার্থীরা বা প্রার্থীদের পক্ষে প্রস্তাবক ও সমর্থক তাদের প্রার্থীদের পক্ষে প্রতীক গ্রহন করেন। প্রতীক বরাদ্দের সময় সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম সহ বিভিন্ন উপজেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের ৭টি উপজেলার মধ্যে ৬টিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তবে নাটোর সদর উপজেলা পরিষদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে না। তাদের সকলকে প্রাথমিক ভাবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়েছে।
এছাড়া বাকি ৫টি উপজেলায় আগামী ১০ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন অংশ গ্রহন করছে।