নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদের বিশাল মোটর সাইকেল শোডাউন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২ পিএম, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৮৯

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদের বিশাল মোটর সাইকেল শোডাউন বের করা হয়। বুধবার সকাল থেকে এ মোটর সাইকেল শোডাউন চলে।

দল মনোনয়ন দিলে বিপুল ভোটের মাধ্যমে নাগরপুরের মানুষ জয়ী করবে আমাকে। কারন নাগরপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমি নাগরপুর উপজেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগ হিসেবে নয় নেতাকর্মীর সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। ছাত্রলীগ নাগরপুরে শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করেছি।

উপজেলার ১২টি ইউনিয়নের সকল মানুষের দোয়া ও ভালবাসা রয়েছে আমার প্রতি। সে কারনে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়ে মানুষের কাছে যাচ্ছি। একই সাথে আমাদের সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছি। এ সময় তার সঙ্গে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীর লোকজন ছিলেন।