নাটোরে ১০ পিচ ইয়াবা ও ১২ কেজি গাঁজাসহ আটক ৬

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৪ পিএম, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৪৮

নাটোরের সিংড়ায় ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। সোমবার রাতে সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক নেয়ামুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী খিরপতা গ্রামের সম্রাট (৬৫), সোহরাব হোসেন (৭৫), বড়গ্রামের তাজু (৪৫), কঞ্চিভদরা গ্রামের হাসান আলী (৬০), বড় সাঐল গ্রামের জাহিদুল (৩২), নিংগইনের রাকিবুল (২৫) কে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে আটককৃতদের মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।