ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, রোববার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৪২৮

টাঙ্গাইলে মহাশ্বেতা সাহা উরবি (১৬) নামের স্কুল শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১৭ ফেব্রুয়ারী) সকালে এই ঘটনা ঘটে।

সে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। 

নিহতের পরিবার জানান, এসএসসির গনিতে পরীক্ষা খারাপ হওয়ায় কারনে আত্মহত্যা করেছে হয়ত। নিহত উরবি টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কাবেরী সাহার বড় মেয়ে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বলেন, মেয়েটির গলায় ফাঁস নেয়ার দাগ রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।