আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্ট
মির্জাপুর প্রেসক্লাব সেমিফাইনালে


টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় সখিপুর প্রেসক্লাবকে হারিয়ে মির্জাপুর প্রেসক্লাব সেমিফাইণনালে উন্নীত হয়েছে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় খেলায় তারা এই জয় পায়। আগামী সোমবার একই মাঠে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
নির্ধারিত ১৬ ওভারের খেলায় টসে জিতে সখিপুর প্রেসক্লাব চার উইকেটে ১৩২ রান করে। পরে ১৫ ওভার ৩ বলে ১৩৩ রান করে ছয় উইকেটে জয় পায় মির্জাপুর প্রেসক্লাব।
গ্রুপ চ্যাপিয়ন হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় মির্জাপুর প্রেসক্লাব টিমকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ জানান, টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।