নাটোরে ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে পিঠা উৎসব

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯ | ৫০৫

ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বেসরকারী সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেসের (সিদীপ) উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংস্থার শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষিকারা এ উৎসবে অংশ নেন।

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গুরুদাসপুর প্রেসক্লাব সভাপতি দিল মোহাম্মদ। প্রধান আলোচক ছিলেন সংস্থার পাবনা জোনাল ম্যানেজার মো. আব্দুল মমিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম এরিয়া ম্যানেজার শামসুল আলম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও ৭১ বাংলা টিভির জেলা প্রতিনিধি জাহিদ হাসান। পরে অতিথিরা উৎসবে পিঠা তৈরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সুমী খাতুন, দ্বিতীয় বিলকিস বেগম ও তৃতীয় মরিয়ম বেগমের হাতে পুরস্কার তুলে দেন।

/ফিরোজ আহমেদ