ইয়েস কার্ড পেল রাজশাহীর ৩০ খেলোয়াড়

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৮১৬

কৃতি খেলোয়ার খুঁজে পেতে নাটোরে রাজশাহী বিভাগের অনুর্ধ-২০ ফুটবলের বাছাইকৃত খেলোয়াড়দের ইয়েস কার্ড প্রদান ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার দুপুরে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী বিভাগের আট জেলার খেলোয়াড়দের বাছাই করা হয়।

পরে বাছাইকৃতদের ইয়েস কার্ড দেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন, উপ-মহাসচিব আসিকুর রহমান মিঠু ও নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল।

এখানে পূর্বে বাছাইকৃত রাজশাহী বিভাগের আটটি জেলার ১০ জন করে মোট ৮০ জন খেলোয়াড়ের মধ্যে থেকে ৩০ জনকে বাছাই করা হয়। বাছাইকৃত খেলোয়ারদের নাটোরে এক মাসের আবাসিক ক্যাম্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

পরবর্তীতে আন্তঃবিভাগীয় প্রতিযোগীতার মাধ্যমে জাতীয় পর্যায়ে কৃতি ফুটবলার খুঁজে বের করা হবে।

/ফিরোজ আহমেদ