সাংবাদিকদের মানুষের কল্যানে কাজ করতে হবে- একাব্বর হোসেন এমপি

শামসুল ইসলাম সহিদ
প্রকাশিত: ১২:৫১ পিএম, রোববার, ১০ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৮২

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি মো. একাব্বর হোসেন বলেছেন সাংবাদিকদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের কল্যানে কাজ করতে হবে। আর এই দায়িত্বশীলতারমাধ্যমই সংবাদপত্রের প্র্রতি সকল মহলের আস্থা ফিরে আসবে।

শনিবার রাতে মির্জাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তার বক্তৃতায় এ কথা বলেন।

মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকারি হিতেশ চন্দ্র পুলক, টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মেজর অব. এ হাফিজ, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন, প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন আছু, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. আলী হোসেন শিকদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমপি একাব্বর হোসেন বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণ ও ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য। মির্জাপুরকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। কাজের মাধ্যমে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ করে যাচ্ছি।