নাটোরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৫ পিএম, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৬৯

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া ল্যাবরেটরী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বনপাড়া বেগম রোকেয়া সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা জাকির।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, ওয়ার্ড কাউন্সিলর আতাউ রহমান মৃধা ও আশরাফুল ইসলাম, ৭১ বাংলা টিভির জেলা প্রতিনিধি জাহিদ হাসান, প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, নির্বাহী পরিচালক জিয়াউর রহমান জুয়েল, পরিচালক প্রভাষক নাজমুল ইসলাম ও ডা. তানজিল হোসেন। পরে অতিথিরা বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

/ফিরোজ আহমেদ