উপজেলা পরিষদ নির্বাচন
দলের হয়ে নয়, স্বতন্ত্র হয়ে লড়বেন ফিরুজ হায়দার


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের হয়ে নয, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন বিএনপি নেতা ফিরুজ হায়দার খাণ। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে তারা না আসলেও টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতা তিনি প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি উপজেলা বিভিন্ন স্থানে অলিগলিতে পোষ্টারে পেষ্টোরে ছেয়ে ফেলেছেন।
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারা দেশের ন্যায় মির্জাপুরেও উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। প্রথম থেকেই বিএনপি উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও স্থানীয়ভাবে বিএনপি নেতারা নির্বাচনের আগ্রহ প্রকাশ করতে থাকেন। ইতিমধ্যে আওয়ামী লীগ তাদের একক প্রার্থী নির্বাচন করেছে।
টাঙ্গাইল ইটভাটা মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপি নেতা ফিরুজ হায়দার খান উপজেলা নির্বাচনে তার প্রার্থীতা প্রকাশ করে প্রতিদিনই প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই উপজেলা বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে পোষ্টারে ছেয়ে ফেলেছেন তিনি।
একসময় বিএনপির ঘাটি হিসেবে খ্যাত মির্জাপুর আসনটি ২০০১ সাল থেকে এবং ২০০৯ সাল থেকে উপজেলা পরিষদে চেয়ারম্যানের পদটিও তাদের হাতছাড়া হয়ে যায়। এলাকার সামাজিক সাংস্কৃতিক এবং দলীয় কর্মকান্ডে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখা ফিরুজ হায়দার খান উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রার্থীতা ঘোষনা করায় এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। দলীয়ভাবে বিএনপি নির্বাচনে না আসলেও ফিরুজ হায়দার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন স্বতন্ত্র প্রাথৃী হিসেবে নির্বাচন করলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী তাকে সমর্থন দিয়ে তার সাথে থাকবেন।
ফিরেুজ হায়দার খান এবং আওয়ামী লীগ প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু দুজনের বাড়িই গোড়াই শিল্পাঞ্চলে। উপজেলা ১ টি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়নের মধ্যে গোড়াই ইউনিয়নে ভোটার সংখ্যা বেশি। তাছাড়া ফিরুজ হাযদার খান গোড়াইসহ উপজেলার সর্বত্র রয়েছে খ্যাতি। সেদিক থেকে ফিরুজ হায়দার খান স্বতন্ত্র প্রার্থী হলেও ভোটের হিসেব পাল্টে যেতে পারে বলে অনেকেই মনে করেন। জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপি মনোনয়নপত্র কিনে জোর তদবির করেছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন এখনো কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিবেনা। দলীয় নেতা স্বতন্ত্র প্রাথ্যী হিসেবে নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারেও দল যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।