ভূঞাপুরে মানিব্যাগে নকল রাখায় পরীক্ষার্থীকে বহিষ্কার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, রোববার, ৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৩৯৭

চলমান এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে টাঙ্গাইলের ভূঞাপুরে অসাদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার উপজেলার নিকরাইল রানী দীনমনি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই বহিষ্কারের ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রে ভদ্র শিমুল উচ্চ বিদ্যালয়ের একজন অনিয়মিত শিক্ষার্থীর মানিব্যাগ তল্লাশী করে নকল পাওয়া যায়। পরে ঐ শিক্ষার্থীকে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিস্কার করা হয়।