বিনামূল্যে আইনী সহায়তাকারী সংস্থা টাঙ্গাইলে ব্লাস্টের উদ্যোগে

ইউপি সদস্যদের সাথে আইন বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ | ৪১২

বিনামূল্যে আইনী সহায়তাকারী মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে ইউপি সদস্যদের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২১ অক্টোবর শনিবার ইউপি সদস্যদের সাথে ব্লাস্টের কার্যক্রম বিষয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল বাকী মিয়ার সভাপতিত্বে ওই সভায় ইউপি সদস্যগণ ও ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের কর্মতাগণ আইন বিষয়ক তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ব্লাস্টের বিষয়বস্তু উপস্থাপন করেন ব্লাস্টের সমন্বয়কারী এডভোকেট খ. আমিনা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিনান্স এন্ড এডমিন অফিসার সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)।