টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি বৃহস্প্রতিবার সকালে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেনের দিঘুলীয়ায় তার নিজ বাস ভবন তৃণমুলে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম এডভোকেট সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর খান মেনু, জেলা মহিলা আওয়ামীরীগের সভানেত্রী মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী,সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরণ, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ক্রিয়া বিষায়ক সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান প্রমুখ।
এসময় আরোও বক্তব্য রাখেন ১২টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বক্তব্যে তারা তাদের মতামত প্রকাশ করেন।
জানা গেছে, এবার সদর উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীতা ঘোষণা করেছেন। উপজেলা চেয়ারম্যান ভোটের মাধ্যেমে তিন জনকে বাছাই করে জেলা আওয়ামীলীগে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ঢাকা অফিসে পাঠানো হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ সকল পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীরীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ ও টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা।