টাঙ্গাইলে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

‘‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল করিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো.গোলাম মাসুদ। এছাড়াও আলোচনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন।
এরপর শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।