টাঙ্গাইলে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম ও কনস্টেবল শামসুজ্জামান পিপিএম পদক পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯ | ৮৪০

এবারের পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম সেবা পাচ্ছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

২০১৮ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এ পদক পাচ্ছেন তিনি।

আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে এ পদক তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৯ জানুয়ারি মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিঅআইজি (আইএন্ডএসএ) মো. মনিরুজ্জামান (বিপিএম-বার, পিপিএম-বার) স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়। পদকপ্রাপ্ত ৩৪৯ জনের তালিকায় তার নাম পাওয়া গেছে। 

উক্ত চিঠিতে আরো উল্লেখ করা হয় যে, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১১টি ক্লু-লেস মামলা নিস্পত্তি করার জন্য টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) এর কনস্টেবল শামসুজ্জামান পিপিএম পুরস্কার পাচ্ছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও কনস্টেবল শামসুজ্জামান এ পদক পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা,টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টাে এম এ রৌফ ,টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন, আলোকিতপ্রজন্ম.কম এর সম্পাদক মোঃ পারভেজ হাসান।

অন্যদিকে এই পদক পাওয়ায় টাঙ্গাইলে কর্মরত সকল অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন গোয়েন্দা শাখার প্রধানগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)গণসহ সকল পুলিশ সদস্য মো. পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও কনস্টেবল শামসুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।