বর্তমান সরকার

শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনে সাফল্য অর্জন করেছে- ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯ | ৫৩৫

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন বর্তমান সরকার শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। যে জাতি নারীদেরকে শিক্ষিত করে তুলতে পারে, সে জাতির উন্নতি অবধারিত। বাংলাদেশে শিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের অগ্রগতি চোখে পড়ার মতো।

২৮ জানুয়ারী সোমবার সকালে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ১২৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলাদ মাহ্ফিল এবং এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন একসময় নারী শিক্ষা ছিল শুধু উচ্চবিত্ত ও শহরের কিছু পরিবারের মধ্যে সীমাবদ্ধ। সেই ধারণা থেকে বেরিয়ে এসে নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ আজ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। প্রায় শতভাগ মেয়েই এখন স্কুলে যাচ্ছে। মেয়েদের জন্য বিদ্যালয়ে যে পরিবেশ থাকা দরকার, সরকার তা নিশ্চিত করেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ প্রথম স্থানে অবস্থান করছে।

বজলুজ্জামান রশিদ এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম,টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন, পোড়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।