নিজের উন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২ পিএম, রোববার, ২৭ জানুয়ারী ২০১৯ | ৩৮৯

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলছেন শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সরকারের সার্বিক সুযোগ-সুবিধা বিবেচনায় আমাদের সকলের সময় এসেছে নিজের ভালো বিবেচনায় নিয়ে নিজের উন্নতির পাশাপাশি দেশকে এগিয়ে নেয়ার।

এ দায়িত্ব কারো একার নয়। নিজের উন্নয়ন, পাশাপাশি দেশের উন্নয়ন অর্থাৎ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। ২৭ জানুয়ারী রবিবার সকালে আর্দশ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যক্ষ খন্দকার আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর, শাহরিয়ার নাজমুল আহসান, টাঙ্গাইল আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নাজমুল হুদা নবীন প্রমুখ।