ছানোয়ার হোসেন এমপিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯ | ৫৩৫

টাঙ্গাইল সদর-৫ আসনের নবনির্বাচিত দ্বিতীয়বারের মত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপিকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ।

মঙ্গলবার সন্ধ্যায় বাসাখানপুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সেবা করার জন্য আমাকে নিয়োজিত করেছেন । আমি কামলা হিসেবে আপনাদের সেবা করতে চাই। তাই প্রতিটি কাজে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। কাজের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

মঞ্জরুল ইসলাম এর সভাপত্বিতে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. হর্যরত আলী,দাইন্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আফজাল হোসেন,সাধারন সম্পাদক নরুল ইসলাম নরু সহ দাইন্যা ইউনিয়ন আওয়ামীলীগের ও বাসাখানপুর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেতাকর্মী।