বাগাতিপাড়ায়

উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুল হোসেনের নির্বাচনী শোডাউন

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৬ পিএম, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯ | ৫১২

নাটোরের বাগাতিপাড়ায় মটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন। তিনি বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ার‌্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

মঙ্গলবার দুপুরে উপজেলার তমালতলা মোড় বাজার থেকে দুই শাতাধিক মটর সাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার এর বহর নিয়ে উপজেলার সকল ইউনিয়ন এলাকায় নির্বাচনী শোডাউন করেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শোডাউনকালে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের উপজেলা সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, সারা বিশ্বে সাড়া জাগিয়ে দেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে।

নিন্ম মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করেছে। দেশ এখন ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে স্বাধীনতার সুফল প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে হবে।

তিনি আরো বলেন, এলাকার জনগণ আমার সাথে আছে, জনগণ আমার পক্ষেই রায় দেবেন। দলীয় মনোনয়ন পেলে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ কৃষিভিত্তিক এই জনপদ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখার প্রতিশ্রুতী ব্যক্ত করেন তিনি।