জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৫ পিএম, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ | ৮৫১

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ২৩ অক্টোবর সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগীতায় “পয়ঃ বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশন সম্ভাবনা” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হলে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খাঁন সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা।

এ সময় আরোও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এ এম শহিদুল ইসলাম, জেলা ব্র্যাকের প্রতিনিধি মনির হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লীকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গাজিউর রহমান।