মনিরা পারভীনকে সংরক্ষিত আসনে এমপি দেখতে চায় পঞ্চগড়বাসী

আমিরুল ইসলাম পঞ্চগড়
প্রকাশিত: ০২:৫১ পিএম, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯ | ৪৫৭
জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সূনামী বিজয়ের পর যথারীতি সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে চতুর্থ বারের মত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে। এবার শুরু হয়েছে সংসদে সংরক্ষিত মহিলা আসনে নিয়োগ সংক্রান্ত বিষয়ে জল্পনা কল্পনা।
 
পঞ্চগড় জেলার রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে এ নিয়ে আলোচনা সমালোচনা। এতদ্বিষয়ে সবার চেয়ে এগিয়ে আছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মনিরা পারভীন। মনিরা পারভীন নড়াইল ভিক্টোরিয়া সরকারী কলেজে অধ্যয়নকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ছাত্রনেতা, বর্তমানে পঞ্চগড়ের সিনিয়র আইনজীবী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারন সম্পাদক আজিজার রহমান আজুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর থেকে পঞ্চগড়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
 
তিনি আওয়ামী রাজনীতিতে অতীতের সকল আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে থেকে অংশগ্রহন করেছেন। ১/১১ পরবর্তী কঠিন দূঃসময়ে নেত্রী মুক্তির আন্দোলনে গন স্বাক্ষর সংগ্রহ অভিযান সহ প্রতিটি আন্দোলন কর্মসূচিতে সাহসের সাথে অংশগ্রহণ করেছেন। তিনি পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের সদস্য, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত আছেন। 
 
রাজনীতির পাশাপাশি পঞ্চগড়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক মানবিক কর্মকান্ডে মনিরা পারভীনের অংশগ্রহণ ঈর্ষামূলক। তিনি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, মিঠা পুকুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, সেক্টর কমান্ডার্স ফোরাম পঞ্চগড় জেলা শাখার সদস্য, সদর উপজেলা খাস জমি ও জলমহাল বরাদ্দ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পঞ্চগড় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 
 
সদা হাস্যোজ্জ্বল, প্রবলভাবে ধর্মানুরাগী, অমায়িক ব্যক্তিত্বের অধিকারী মনিরা পারভীন বঙ্গবন্ধুর অক্ষয় আদর্শের একনিষ্ঠ অনুসারী ও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সর্বতোভাবে আস্থাশীল। 
 
তিনি মহিলা এমপি হিসেবে মনোনয়ন পেলে পঞ্চগড় জেলা সহ সংশ্লিষ্ট এলাকার অনগ্রসর মহিলাদের জীবনমান উন্নয়ন সহ  জননেত্রী শেখ হাসিনার সর্বব্যাপী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা ও এর প্রচার প্রসারে বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবেন বলে সচেতন মহলের বিশ্বাস।