সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন মেহের নিগার তন্ময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯ | ৮৯৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনের সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহের নিগার তন্ময় ।

১৫ জানুয়ারী সকালে আওয়ামীলীগের সভাপতির ধানমন্ডি কার্যলয়ের থেকে টাঙ্গাইল সদর-৫ আসনের সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তরুণ সমাজকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিতে সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান এই নারী নেত্রী ।মেহের নিগার তন্ময় নিজের এলাকার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নেও অংশ নিতে চান।  তিনি বছরখানেক আগে থেকে নির্বাচনী প্রচার প্রচরনা চালিয়ে যাচ্ছেন। সারা বছর জুড়েই তিনি টাঙ্গাইল সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সভা সেমিনার রাজনৈতিক প্রোগামে প্রতিনিয়ত অংশ নিচ্ছে।

ইতিমধ্যেই তিনি তার নির্বাচনী এলাকায় টাঙ্গাইল সদর-৫ আসনের জনপ্রিয় হয়ে ওঠেছেন এই মেধাবী নারী নেত্রী।

এদিকে সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। একাদশ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসন পেয়েছে। তবে জাতীয় পার্টি ২২ আসন নিয়ে বিরোধী দলে থাকছে। এতে সংসদে ১৪ দলীয় জোটের সংসদ সদস্য দাঁড়িয়েছে ২৬৬টি।

এক্ষেত্রে জোট পাবে ৪৪টি সংরক্ষিত নারী আসন। এর মধ্যে আওয়ামী লীগ ২৫৭ আসনে জয়লাভ করায় দলটি পাবে ৪২টি আসন এবং ১৪ দলের শরিকরা পাবে ২টি। আর জাতীয় পার্টি পাবে ৩টি সংরক্ষিত আসন।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার এ কার্যক্রম ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।

১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনের জন্য তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।