বেনাপোলে ৩৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার(ভিডিও)

যশোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৯ পিএম, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ | ৪৯২

যশোরের বেনাপোল গয়ড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন সাংবাদিক সাগর হোসেনকে জানান,মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের নায়েক তরিকুল ইসলামের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। সে সময় কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত মাদক যশোর ৪৯ ব্যাটালিয়নে জমা করা হবে বলে তিনি সাংবাদিক সাগর হোসেনকে নিশ্চিত করেন।