সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ | ৫৪৫

সংরক্ষিত মহিলা সংসদীয় আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন।

দলের সাধারণ সম্পাদকের হাত থেকে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন।

একই সঙ্গে মনোময়ন ফরম বিক্রি ও জমা দু’কাজই চলবে বলে জানানো হয়েছে দলটির দপ্তর থেকে। ফরম বিক্রির জন্য নির্ধারিত সময় সকাল ১০টার আগ থেকেই ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ের বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে।

প্রথম দিন বেলা ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার জন্য নির্ধারিত থাকলেও, সংগ্রহকারীদের উপস্থিতি বিবেচনায় সময় বাড়ানো হবে বলে জানিয়েছে দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ এমপি।

মনোনয়ন ফরমের জন্য রাখা হচ্ছে ৩০ হাজার টাকা। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, রেকর্ড পরিমাণ মনোনয়ন ফরম বিক্রি হবে।

একাদশ জাতীয় সংসদে ২৫৭টি আসনে জয় পায় আওয়ামী লীগ। মোট ৫০ সংরক্ষিত মহিলা সংসদীয় আসন। সে হিসেবে প্রতি ৬ আসনে ১জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পেয়ে থাকে সংসদে প্রতিনিধিত্ব করা দল গুলো। সে হিসেবে আওয়ামী লীগ ৪৩টি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনোনিত করার সুযোগ পাচ্ছে।

সে গাণিতিক হিসেবে জাতীয় পার্টি ৪টি আসন পাচ্ছে। মহাজোটের আর কোন দল ৬টির বেশি আসন না পাওয়ায় কোন দল এককভাবে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ার সুযোগ পাচ্ছেনা।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার এ কার্যক্রম ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।

১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনের জন্য তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।