কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ


মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ১৯ তম ব্যাচের নবাগত ছাত্রীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেডিকেল কলেজ মিলনায়তনে এই পরিচিতি অনুষ্ঠান হয়েছে।
পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা।
প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ নবাগত ১০৬ জন ছাত্রীদের ফুল দিয়ে বরন করে নেন। এরপর কলেজের একাডেমিক উপদেষ্টা প্রফেসর ডা. আবদুল জলিল নবাগতদের শপথ বাক্য পাঠ করান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিরচালক (শিক্ষা ) ভাষা সৈনিক প্রতিভা মৎসুদ্দি, পরিচালক স্বম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, একাডেমিক উপদেষ্টা প্রফেসর ডা. আবদুল জলিল মেডিকেল কলেজের শিক্ষক প্রফেসর ডা. খন্দকার শাহনেওয়াজ, প্রফেসর ডা. জাহাঙ্গীর কবির, প্রফেসর ডা. রঞ্জন কুমার নাথ, ভারতীয় অভিভাবক গোবরান আহমেদ, বাংলাদেশী অভিভাবক এ্যাডভাকেট আনোয়ার হোসেন, দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসফিয়া তাসলিম অর্পা ও সৈয়দ মেহরিশ, নবাগত ছাত্রী নুশরাত জাহান রচনা ও আনিকা প্রমুখ।