নাটোরে পদ্মায় মাছ ধরার উৎসব


নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া এলাকায় পদ্মায় মাছ ধরার উৎসব হয়েছে।
রোববার সকালে পদ্মা নদীর লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের নওসারাসুলতানপুরে অসংখ্য মানুষ মাছ ধরতে ব্যস্ত। এদের মধ্যে রয়েছে নারী, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারাও। কারও হাতে পলো, কারও হাতে চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল। যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও বসে নেই। খালি হাত দিয়েই কাদার মধ্যে মাছ খুঁজছে।
এ উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে।