লঢাকায় জানো প্রকল্পের আওতায় অবহিতকরন সভা অনুষ্ঠিত

মোসফিকু ররহমান লাল, নীলফামারী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯ | ৫০৯
নীলফামারীর জলঢাকায় পুষ্টি কর্মপরিকল্পনা সমন্বয় কমিটির আওতায় জানো অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ৯ই জানুয়ারী বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের অবহিতকরন সভার আয়োজন করে জেলা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইএসডিও।
 
উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা সুজা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। এ সময় উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ, প্রানীসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মনিমুন আকতার, আবাসিক মেডিকেল অফিসার মাহফুজুল হক, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নিউট্রিশন স্পেশালিষ্ট বাসনা মার্মা, কেয়ার বাংলাদেশে’র মাল্টি সেক্টরাল গভর্নেন্স ম্যানেজার গোলাম রব্বানী ও ইএসডিও এর এ্যাডভাইজার আবু আজম নুর প্রমু্খ। 
 
এ ছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ প্রকল্প বাস্তবায়নে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কারিগরি সহায়তায় প্রদান করবেন।
 
জানো প্রকল্পের ম্যানেজার কেপাসিটি বিল্ডিং কেয়ার বাংলাদেশ’র রজব আলী অবহিতকরণ সভায় প্রকল্পের  লক্ষ্য, উদ্দেশ্য, প্রত্যাশিত ফলাফল, কাজের কৌশল সকলের সামনে উপস্থাপন করেন। সভাটি সঞ্চালনা করেন ইএসডিও প্রকল্প ব্যবস্থাপক মারুফ আহমেদ।