মন্ত্রিসভা নিয়ে দলে কোনো অসন্তোষ নেই: কাদের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯ | ৪১৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সময়ে সময়ে মন্ত্রিসভা সম্প্রসারণ ও পরিবর্তনও হতে পারে।’ 

সোমবার (৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভার আকার চাহিদা অনুযায়ী বর্ধিত করা হতে পারে।’

তিনি আরো বলেন, ‘এই মন্ত্রিসভা নিয়ে দলের মধ্যে কোনো অসন্তোষ নেই। এটি নিয়ে দলের ভেতর ফাটল ধরবে না।’