ভূঞাপুরে ছোট মনিরের জনসভায় জনতার ঢল


ভূঞাপুরের গোবিন্দাসী হাই স্কুল মাঠে ২৬ ডিসেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-টাঙ্গাইল) আসনে মহাজোটের প্রার্থী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভির হাসান ছোট মনিরের নৌকা মার্কায় নির্বাচনি জনসভায় জনতার ঢল।
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে গোবিন্দাসী হাই স্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়। নির্বাচনি জনসভায় গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-টাঙ্গাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভির হাসান ছোট মনির।
তানভির হাসান ছোট মনির তার বক্তব্যে বলেন, বিগত ৪০ বছরে ভূঞাপুর-গোপালপুরে যে উন্নয়ন হয়নি আমি তা আগামি ৫ বছরে তার চেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করবো। যদি তা না পারি তাহলে পরবর্তীতে আর আপনাদের কাছে ভোট চাইতে আসবোনা। আমি নির্বাচীত হতে পারলে এই আসনের ২টি উপজেলাকে সারা দেশের মধ্যে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
এবং এক বছরের মধ্যে ভূঞাপুরে গ্যাস সংযোগ দেয়া হবে। তিনি আরো বলেন, যমুনা তীর রক্ষা বাঁধ বাবদ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ৬শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যার প্রেক্ষিতে কাজও শুরু হয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পৌর মেয়র জামিলুর রহমান মিরন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, ভূঞাপুরের পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, নিকরাইল ইউপি চেয়ারম্যান আ. মতিন সরকার, অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন অকন্দ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দুলাল হোসেন চকদার, গোবিন্দাসী সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ভূঞাপুর উপজেলার মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।