ইউপি চেয়ারম্যানদের সাথে নিয়ে

নৌকায় ভোট চাচ্ছেন উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৪১ পিএম, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | ৬৫২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন এমপি পক্ষে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে নিয়ে নৌকায় ভোট চাচ্ছেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম।

২৬ ডিসেম্বর বুধবার সকালে জেলা আওয়ামী লীগ অফিস কার্যলয়ের সামনে থেকে শহরের গুরত্বপূর্ণ সড়কের দোকানদার, পথচারী, রিক্সাওয়ালাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে নৌকার জন্য ভোট চান তারা।

তার সাথে অংশ নেয় উপজেলার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ১০ নং হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, সদর থানা যুব লীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক রেজাউর রহমান সাগর, সদর উপজেলার ১ নং মগড়া ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম, ২ নং নং গালা ইউনিয়নের চেয়ারম্যান রাজ কুমার সরকার, ৩ নং ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন খান খোকন, ৫ নং ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক আলী, ৮ নং বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সোহাগ, ৯ নং কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, ১২ নং কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।


মো. আবু কাওছার আহমেদ
টাঙ্গাইল থেকে
মোবাইল: ০১৯১৩-৫০৯০৩৫
তারিখ: ২৬-১২-১৮