টাঙ্গাইল-৫ আসন
নৌকাকে বিজয়ের লক্ষ্যে যুবলীগের মিছিল সমাবেশ


টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী ছানোয়ার হোসেনকে বিজয় করার লক্ষে জেলা, সদর ও শহর যুব লীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে জেলা যুব লীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ছানোয়ার হোসেন এমপি।
তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা দেখে সাধারণ মানুষ নৌকাকে ভোট দিয়ে আবারও বিজয়ী করবে। এই বিজয় ছিন্ন করার জন্য একটি মহল কালো টাকার বিনিময়ে ভোট কেনা বেচা করতে পারে। তাই যুবলীগসহ সকল নেতৃবৃন্দকে ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে। তাহলেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, সদর থানা যুব লীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর প্রমুখ।
শহর যুব লীগের যুগ্ম আহ্বায়ক সিকাদার মানিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মেহেদী হাসান ইমুসহ ইউনিয়ন পর্যায়ের অন্যান্য ব্যক্তিবর্গ।