দেশে নতুন শনাক্ত ৪১৪, মৃত্যু বেড়ে ১২৭


গেল ২৪ ঘণ্টায় আরো নতুন করে ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ১৮৬ জনের করোনা শনাক্ত হল। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১২৭ জনের মৃত্যু হলো।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় আরো ১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ১০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সংবাদ বুলেটিনে বিস্তারিত বর্ণনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্যে ৩ হাজার ৪১৬টি পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ২৫ হাজার ৯০টি নমুনা পরীক্ষা করা হলো।
দেশে নভেল করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের প্রত্যেকেই ঢাকার বাসিন্দা। গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী বলেও উল্লেখ করেন তিনি।
গেল বছর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী ভাইরাসটিতে দেশে প্রথম আক্রান্ত শনাক্ত হয় গেল ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে পঞ্চাশ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার বাড়ে খুব দ্রুত।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী- এরই মধ্যে মহামারী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে দেশের ৫৮টি জেলায়। তবে আক্রান্ত রোগীর বেশিরভাগই ঢাকা বিভাগের। এ বিভাগের ১৩টি জেলাতেই করোনা সংক্রমণ ছড়িয়েছে। দেশের আক্রান্ত মোট রোগীর ৮৫ দশমিক ২৬ ভাগ রোগীই এ বিভাগের। এছাড়াও চট্টগ্রামে ৪ দশমিক ৪৬ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ৯৩ শতাংশ, বরিশালে ২ দশমিক ১০ শতাংশ এবং রংপুরে ১ দশমিক ৭৭। বাকী তিন বিভাগ রাজশাহী, সিলেট ও খুলনায় আক্রান্তের হার ১ শতাংশের নিচে।
গতকালকের হিসাব অনুযায়ী, দেশের করোনাভাইরাসে আক্রান্তদের ৬৮ শতাংশ পুরুষ, ৩২ শতাংশ নারী। আর আক্রান্তদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের বয়সসীমার ব্যক্তি সবচেয়ে বেশি ২৪ শতাংশ। এছাড়া ২২ শতাংশের বয়সসীমা ৩১-৪০ বছর, ১৮ শতাংশের বয়স ৪১-৫০ বছর, ১৫ শতাংশের বয়স ৫১-৬০ বছর এবং ১০ শতাংশের বয় ষাটের বেশি। বয়স ১০ বছরের কম এমন আক্রান্তের সংখ্যা ৩ শতাংশ। ৮ শতাংশের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।