বাগাতিপাড়ায় লাঙ্গল প্রার্থীর গণসংযোগ

বাগাতিপাড়া (নাটোর ) সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২১ পিএম, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮ | ৪২৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত ৫৮ নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আবু তালহা লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

শনিবার সকালে বাগাতিপাড়া পৌরবসভার মালঞ্চী বাজারে সাধারন মানুষের কাছে তিনি লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গনি, সাধারন সম্পাদক মোঃ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সদর ইউনিয়ন সেক্রেটারী মকলেছুর রহমান দুলাল সহ অনান্য নেতাকর্মীগণ। মালঞ্চি বাজারে এক পথ সভায় আবু তালহা বলেন আমি লাঙ্গল প্রতীকে বিজয়ী হলে লালপুর-বাগাতিপাড়ায় অবকাঠামোগত উন্নয়ন সহ শিল্পায়নের ব্যাবস্থা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন।