টাঙ্গাইলে আ,লীগের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮ | ৪৩৪

আর কয়েকদিন পরই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিভিন্ন আসনে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের বেশ কয়েকটি আসনে নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাল্টা-পাল্টি অভিযোগ করেছে একাধিক দল। এর মধ্যে বৃহস্পতিবার মধ্যে রাতে দুই দলের চারটি নির্বাচনী অফিসে অংগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে টাঙ্গাইল-৫ সদর আসনের পাইকমুড়িল এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া টাঙ্গাইল-৪ কালিহাতীর গোরিলাবাড়িতে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর ও টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের বেহুলা-লক্ষ্মিণদর এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অন্যদিকে একই সময়ে টাঙ্গাইল-২ আসনের ভূঞাপুরে বিরামদী এলাকায় বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর স্ত্রী সায়মা পারভীন সিম্মি।

বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে ভোটারদের মন জয়েও নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।