ভোট কেন্দ্রে দল ও ব্যক্তির প্রভাব মোকাবেলায় সতর্ক থাকতে হবে: সিইসি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | ৪৪৪

নির্বাচনের দিন ভোট কেন্দ্রে কোনো দল কিংবা কোনো ব্যক্তি যাতে প্রভাব সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা। 

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় ওই নির্দেশ দেন তিনি।

সভায় নির্বাচন কমিশন কর্মকর্তারা ছাড়াও পার্বত্য জেলার তিন জেলা প্রশাসক, আঞ্চলিক কমান্ডার, বিজিবি কমান্ডার, পুলিশ সুপার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।