নৌকাকে বিজয়ী করতে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আ,লীগে যোগদান


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনের আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান সাংসদ আলহাজ্ব মো.ছানোয়ার হোসেনকে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইল সদর উপজেলা হুগড়া ইউনিয়ন বিএনপি ও ছিলিমপুর ইউনিয়ন যুবদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আ,লীগে যোগদান করেছেন।
রোববার ১৬ ডিসেম্বর টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডে পাড়দিঘুলীয়া তৃনমুল ভবনে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ সদর আসনের আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী এবং বর্তমান সাংসদ আলহাজ্ব মো.ছানোয়ার হোসেনের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দিয়ে হুগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আবু সায়েম তিনশত নেতাকর্মী নিয়ে আ,লীগে যোগদান করেন ।
এর আগে ছিলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও বর্তমান ইউপি মেম্বার আনোয়ার হোসেন আনু দুইশতাধিক নেতাকর্মী নিয়ে মো.ছানোয়ার হোসেনের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দিয়ে আ,লীগে যোগদান করেন।
আ,লীগে যোগদানকৃত বিএনপি নেতাকর্মী জানান গত পাঁচ বছরে চরাঞ্চলে ছানোয়ার হোসেন যে উন্নয়ন করেছে এবং শান্তিপূর্ন পরিবেশ বজায় রেখেছে তা দেখে অভিভুত হয়েই আ,লীগে যোগদান করেছি। আগামী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনের আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান সাংসদ আলহাজ্ব মো.ছানোয়ার হোসেনকে বিপুল পরিমানে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনবো।