যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস পালিত

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, রোববার, ১৬ ডিসেম্বর ২০১৮ | ৪৩০

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের পুষ্পস্তবক অর্পনের মধ্যামে শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসের সূচনা করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

রবিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিসৌধ অপরাজেয় ৭১ চত্বরে এ পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জান সেলিম, পুলিশ সুপার মুনিরুজজান, জেলা ম্যাজিষ্ট্রেট শীলাব্রত কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ আল মাহাফুজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ অন্যরা।

পুস্পস্তবক অর্পন শেষে শহীদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

পরে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে বিজয় র‌্যালী বের হয়ে শহীদ মোহাম্মদ আলী স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। র‌্যালীসহ সকল কর্মসূচীতে অংশ নেয় কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সাংবাদিক, আইনজীবি, সরকারি কর্মকর্তা-কর্মচারি ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশার মানুষ।

দিবসটি উপলক্ষে সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কুজকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শণ, খেলাধুলা অনুষ্ঠিত হয়। দেয়া হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারো কারাগার, এতিমখানা ও ভবঘুরে শিশুদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শণ, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা।