এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার সোনা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ | ৪৫৪

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে ৫২টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এই সোনার বারগুলোর ওজন ৬ কেজি ৩২ গ্রাম।

শুল্ক বিভাগ সূত্র বলছে, জব্দ করা সোনার বারের আনুমানিক মূল্য দুই কোটি দুই লাখ ২৪ হাজার টাকা।

আজ শনিবার সকাল সোয়া নয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। সোনার বারগুলো বিমানের আসনের ওপর একটি ব্যাগের ভেতরে রাখা ছিল। ব্যাগের ভেতরে দুটি মোবাইল ফোন ও ১১ কার্টন সিগারেট ছিল।

শুল্ক গোয়েন্দা বিভাগের বিভাগীয় কর্মকর্তা আহমেদুর রেজা চৌধুরীর ভাষ্য, এ নিয়ে আইনি প্রক্রিয়ায় তদন্ত চলছে।