সাবেক ইউপি চেয়ারম্যান মু্ক্তিযোদ্ধা গফুর মাস্টার আর নেই


মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মাস্টার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি--------- রাজিউন)
বৃহস্পতিবার সকালে তিনি মস্তিস্কে রক্তক্ষরন জনিত কারনে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ গুণগ্রাহি রেখে গেছেন।
আব্দুল গফুর ঢাকার চকবাজার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আজ বৃহস্পতিবার রাত আটটায় জানাযা ও গার্ড অফ অর্নার শেষে মরহুমের নিজ গ্রাম তরফপুর ইউনিয়নের ডহাতলী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের মৃত্যুতে স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস শোক প্রকাশ করেন।