ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | ৪২৫

টুঙ্গিপাড়া থেকে ঢাকা পথে রওয়ানা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আসার পথে তিনি বিভিন্ন পথসভায় যোগ দেবেন। ফেরার পথে রাজবাড়িতে নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। 

দীর্ঘ প্রায় ১১ বছর পর নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অংশগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আয়োজিত আরেকটি পথসভায় প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে। 

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পথসভা স্থল ও এর আশপাশের এলাকায়।