এ নির্বাচন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার নির্বাচন-ছানোয়ার হোসেন


টাঙ্গাইল সদর-৫ আসেনর আওয়ামীলীগের প্রার্থী ছানোয়ার হোসেন বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার নির্বাচন। কাজেই এজন্য সব ক্ষেত্রে নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
নৌকা প্রতীকের পক্ষে সকল নেতাকর্মীর একত্রে হয়ে কাজ করতে হবে। এ নির্বাচনকে ঘিরে সারা দেশেই নানা ষড়যন্ত্র চলছে। কাজেই টাঙ্গাইলে ষড়যন্ত্র চলছে তা আপনারা অনেক আগে থেকেই অবগত আছেন এরা টাঙ্গাইলে অগ্রগতির ধারা ব্যাহত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। তাই সবার সতর্ক থাকতে হবে।
বুধবার বিকালে হুগড়া ইউনিয়নে ধুল বাড়ী গ্রামে গণসংযোগে তিনি এ সব কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগ যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা,সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা প্রমুখ।