নৌকাকে বিজয়ী করতে হবে তাহলেই টাঙ্গাইলে উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২:৪০ পিএম, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | ৭৬৪

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসেনর আওয়ামীলীগের প্রার্থী ছানোয়ার হোসেন বলেছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনে নৌকাকে বিজয়ী করতে হবে তাহলেই টাঙ্গাইলে উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে।

আমি টাঙ্গাইলকে এগিয়ে নিয়ে যেতে চাই। টাঙ্গাইলকে উন্নত-সমৃদ্ধশালী করতে চাই। যখনই নৌকা মার্কায় ভোট দিয়েছেন, টাঙ্গাইলয়ে স্বাধীনতা পেয়েছেন, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছেন। আপনারা আজ টাঙ্গাইলে উন্নয়ন পেয়েছেন।

বুধবার সকালে হুগড়া ইউনিয়নে প্রচার প্রচারণা ও গণসংযোগে তিনি এ সব কথা বলেন।

হুগড়া ইউনিয়নে জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, গত নির্বাচনে নৌকায় ভোট দিয়েছেন-উন্নয়ন হয়েছে। আপনারা কি উন্নয়নের ধারা বজায় রাখতে চান? যদি চান, তাহলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আপনারা বলেন, দুই হাত তুলে দেখান। ইনশাল্লাহ নৌকার জয় হবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগ যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, শহর আওয়ামীলীগ এর সভাপতি সিরাজুল হক আলমগীর,সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, সদর উপজেলা যুগ্ম- সাধারন সম্পাদক হযরত আলী প্রমুখ।