মির্জাপুরে নৌকার প্রার্থীর পক্ষে ৫ মনোনয়ন প্রত্যাশীর একাত্মতা ঘোষণা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০২ পিএম, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ | ১৬৭০

টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একাব্বর হোসেনকে বিজয়ী করতে পাঁচ মনোনয়ন প্রত্যাশী একাত্মতা ঘোষণা করেছেন। সোমবার সন্ধায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ মে. একাব্বর হোসেনের বাসভবনে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় তারা এই একাত্মতা ঘোষনা করেন।

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় মনোনয়ন প্রত্যাশী মীর শরীফ মহমুদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগ সদস্য সালমা সালাম উর্মি, জেলা আওয়ামী লীগ সদস্য মেজর (অব) খন্দকার এ হাফিজ ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন।

এছাড়া মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি ও শহিদুর রহমন শহিদ, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমন্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, বাঁশতৈল ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ বক্তৃতা করেন। #
শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর, ১০-১২-২০১৮