টাঙ্গাইল-৭ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


টাঙ্গাইল ৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিনে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন বিএনপির সাঈদুর রহমান সাঈদ সোহরাব, ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুলী পাওয়ার এবং কৃষক শ্রমিক জনতা লীগের লিপি বেগম।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে কৃষক শ্রমিক জনতা লীগের মির্জাপুর উপজেলা শাখার মহিলা বিষয়ক স্পাদক লিপি বেগম মির্জাপুর এবং ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার ও বিএনপির সাঈদুর রহমান টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়পত্র প্রত্যাহারের আবেদন দাখিল করেন।
তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের পর নির্বাচনী মাঠে যারা থাকলেন তারা হলেন আওয়ামীলীগের একাব্বর হোসেন, বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় পার্টির জহিরুল ইসলাম, খেলাফত মজলিশের সৈযদ মাওলানা মজিবর রহমান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের রুপা রায় চৌধুরী এবং ইসলামী আন্দোলনের শাহিনুর আলম।