আগামীকাল ১০ ডিসেম্বর ধনবাড়ী-মধুপুর হানাদার মুক্ত দিবস


১৯৭১ সালের মহান স্বাধীনতার দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী এই দুই উপজেলা কে হানাদারমুক্ত করেন মুক্তিযোদ্ধারা।
১০ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি আনোয়ার হোসেন কালু তিনি জানান, আমরা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সকল ধরনের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
ধনবাড়ীর পৌর শহরের “ বিবেক সমাজ উন্নয়ন সংস্থা( বি এস ইউ এস )” এর উপদেষ্টা রাজীব ভদ্র অপু সহ বীর মুক্তিযোদ্ধা ইউছুফ এরা জানান, আমাদের ধনবাড়ী মধুপুর উপজেলার আগামী ভবিষৎ প্রজম্মদের কে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানতে ও তাদের স্মৃতি ধরে রাখতে ধনবাড়ীতে একটি মুক্তিযোদ্ধ স্মৃতি সম্ভ বা ফলক নির্মান করা হয় তারা প্রশাসন সহ সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা করেন।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, আমরা ১০ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে র্যালী,শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা সহ অন্যান্য সকল ধরনের প্রস্ততি হাতে নিয়েছি।